৬ অক্টোবর, ২০২৩ ১২:১১

দু’বছরে ১১ জনকে কামড় দিয়েছে বাইডেনের কুকুর, অতঃপর…

অনলাইন ডেস্ক

দু’বছরে ১১ জনকে কামড় দিয়েছে বাইডেনের কুকুর, অতঃপর…

জার্মান শেফার্ড কুকুরটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

গত দুই বছরে মোট ১১ জনকে কামড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর। শুধু সরকারি বাসভবন হোয়াইট হাউস নয়, বাইডেনের ডেলাওয়ারের পারিবারিক বাড়িতেও নিরাপত্তারক্ষী এবং গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে জার্মান শেফার্ড কুকুরটি।

একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দু’বছর বয়সি কুকুরটিকে হোয়াইট হাউস থেকে সরানো হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সি জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।

প্রসঙ্গত, বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউসে কোনো কুকুর ছিল না। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দুই জার্মান শেফার্ড, চ্যাম্প ও মেজরকে নিয়ে নিজের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন ট্রাম্প। সরকারিভাবে তাদের ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’-র তকমাও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই তালিকায় ঠাঁই পায় কমান্ডার। সূত্র: ইউএসএ টুডে, ডয়েচে ভেলে, আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর