দীর্ঘ ইসরায়েলি অবরোধের পর প্রতিরোধের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। হঠাৎ করেই তারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা করেছে। গাজা থেকে চালানো হামাসের ত্রিমুখী হামলায় এরইমধ্যে ছয় শতাধিক ইসরায়েলির প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে তেলআবিব। এছাড়াও দুই হাজারের বেশি ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। শতাধিক ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস যোদ্ধারা।
অন্যদিকে ইসরায়েলের চালানো হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের পাল্টা হামলায় আহত হয়েছে ২৩০০ ফিলিস্তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।এদিকে নিহত স্বজনদের জানাজা ও দাফন শেষ করার সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে গাজায়। বিবিসির প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছোট ছোট মরদেহ দুই হাতে ধরে দাঁড়িয়ে আছেন অনেকে।
অন্যদিকে রবিবারও ইসরায়েলের ফিলিস্তিন সীমান্তবর্তী এলাকার রাস্তায় হামাসের হামলায় নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওইসব এলাকায় এখনো হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল