ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের হামলায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
অন্যদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় প্রায় সাড়ে চারশ’ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের হামলায় ইসরায়েলের এক সঙ্গীতানুষ্ঠানেই ২৫০ জন নিহত হয়েছে।
সংঘাতের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তারা সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। আর গাজা থেকেও হামাস ইসরায়েল লক্ষ্য করে থেমে থেমে রকেট হামলা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল