গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হাতে আরো ১৬ সেনা সদস্য হত্যার তথ্য স্বীকার করলো ইসরায়েল কর্তৃপক্ষ। এরই মধ্যে তাদের নামও প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে মোট ৭৩ ইসরায়েলি সেনা হামাস যোদ্ধাদের হাতে নিহত হলো বলে স্বীকার করেছে ইসরায়েল।
হত্যার শিকার এসব সেনা সদস্যদের পরিবারকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
শনিবার আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এরপর ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে।
নজিরবিহীন এই যুদ্ধে উভয়পক্ষে বেড়েই চলেছে লাশের সারি। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক।
অন্যদিকে, ইসরায়েলের পাল্টা বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় ৪১৩ জন নিহত হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
উল্লেখ্য, শনিবার আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। সেখানে তারা বিগত সময়ে ইসরায়েলের হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে হামলা চালায়। এর আগে মাত্র ২০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে পাঁচ হাজার রকেট হামলার দাবি করে হামাস।
এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরয়েল
বিডি প্রতিদিন/আজাদ