১০ অক্টোবর, ২০২৩ ১৫:০৩

‘সমগ্র গাজা অবরোধ’ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

‘সমগ্র গাজা অবরোধ’ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ : জাতিসংঘ

গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল

আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ নিষিদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান।

এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করে তাদের জীবনকে বিপন্ন করে এমন অবরোধ আরোপ করা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিষিদ্ধ।

শনিবার ভোরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে ‘পুরোপুরি অবরুদ্ধ’ করার নির্দেশ দেন। গতকাল সোমবার গণমাধ্যমের সামনে তিনি বলেন, কোনো বিদ্যুৎ, কোনো খাবার, কোনো জ্বালানি ভূখণ্ডটিতে সরবরাহ করা হবে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর