নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার চলমান যুদ্ধে সাময়িক বিরতি চায় আমেরিকা। আর সেই লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রাজিলের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে আমেরিকা।
যদিও এই যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোটাভুটি বিলম্ব করতে চাপ সৃষ্টির চেষ্টা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের যুক্তি, মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে সফরে আছেন। ফিরে আসা পর্যন্ত ভোটাভুটি বিলম্ব করা হোক।
তবে তাদের সেই প্রচেষ্টা ধোপে ঢেকেনি, বরং ভোটগ্রহণ চলছে।প্রাথমিকভাবে ব্রাজিল ওই খসড়া প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, তবে বর্তমানে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে। কেননা, দেশটি রাফাহ ক্রসিং দিয়ে মার্কিন নাগরিকদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে বের করে নিতে চায়। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুত কিছু মানবিক সহায়তা গাজায় পাঠাতে চায়।
তবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান হলো যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাই মানবিক যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর বোমাবর্ষণ চলতে থাকবে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ