২ নভেম্বর, ২০২৩ ১১:৩৮

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৯৫, দুই হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৯৫, দুই হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্থানীয় সরকার। এই ঘটনা এখনো নিখোঁজ রয়েছে।

যদিও ইসরায়েল দাবি, মঙ্গলবার ও বুধবারের ওই শরণার্থী শিবিরে হামলায় দুই হামাস নেতা নিহত হয়েছে। তারা আরো বলছে, বেসামরিক স্থাপনার চারপাশেই ওই অঞ্চলে নিজেদের ঘাঁটি বানিয়েছে হামাস।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার বৃহস্পতিবার জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১৯৫ ফিলিস্তিনি নিহত। এখনো নিঁখোজ রয়েছে ১২০ জন। আহতের সংখ্যাও আটশ' প্রায়।

একজন প্রত্যক্ষদর্শী এই হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। 

জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই হামলাকে যুদ্ধাপরাধের সামিল হিসেবেই চিহ্নিত করেছে। 

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর