আরব সাগরে রাশিয়া ও পাকিস্তানের নৌবাহিনী মহড়া চালাচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট এবং মিয়ানমার আন্দামান সাগরে আক্রমণ প্রতিহতকরণ মহড়া চালায়।
এমন সময় এই মহড়া হচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং ভারত ‘নিরাপত্তা সহযোগিতা’র অঙ্গীকার করেছে।
খবর অনুসারে, শনিবার করাচির একটি নৌঘাঁটিতে চীন ও পাকিস্তানের নৌবাহিনী মহড়া উদ্বোধন করে। তারা উত্তর আরব সাগরের জল এবং আকাশে মহড়া শুরু করে। এই মহড়ায় সাবমেরিন বিধ্বংসী অভিযানও রয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।
চীন ও পাকিস্তান প্রথমবারের মতো সমুদ্রে যৌথ মহড়া দিচ্ছে। রাশিয়ার সঙ্গে মিয়ানমারের প্রথম কোনো মহড়া গত ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।
চীন-পাকিস্তান, রাশিয়া-মিয়ানমারের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গভীরতায় গড়ানোর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত ১০ নভেম্বর দিল্লিতে ২+২ প্রতিরক্ষা আলোচনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল