জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ইসরাইলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির বিষয়ে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে সতর্ক করেছেন।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ক সম্মেলনের চতুর্থ অধিবেশনের আগে আমির সাইয়িদ ইরাভানি বলেন, ইরান ও ফিলিস্তিনের বিরুদ্ধে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক এ ধরনের পারমাণবিক হুমকি ‘অবৈধ সরকারের হাতে থাকা এসব অস্ত্রের বিপদকে’ তুলে ধরেছে।
তিনি বলেন, এটি ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি’।
রাষ্ট্রদূত বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে ডব্লিউএমডিমুক্ত (উইপন অব ম্যাস ডেসট্রাকশন) মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠা একটি নিরাপদ ও নিরাপদ ভবিষ্যতের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে দাঁড়িয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল