২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০৩:১৭

ইসরায়েলের প্রতিটি পয়েন্ট হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নিশানায় : সিনিয়র কর্মকর্তা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রতিটি পয়েন্ট হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নিশানায় : সিনিয়র কর্মকর্তা

সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে হিজবুল্লাহ

 ইসরায়েলের প্রতিটি পয়েন্ট হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে বলে সশস্ত্র সংগঠনটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা মন্তব্য করেছেন। 

লেবাননের পার্লামেন্ট সদস্য ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান ফাদাল্লাহ আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। খবর অনুসারে এই হিজবুল্লাহ কর্মকর্তা

বলেন, ‘ইসরায়েলের সর্বত্র হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নিশানার মধ্যে রয়েছে।

তিনি বলেন, ইসরায়েল উত্তরাঞ্চলে বসবাসরত তার বাসিন্দাদের শান্ত করতে সামরিক চাপ প্রয়োগ করতে চায়। প্রথম দিন থেকেই লেবাননকে ধ্বংস করার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েল শর্ত আরোপ করার মতো অবস্থানে নেই।

ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রশংসা করেছিলেন হিজবুল্লাহপ্রধান শেখ হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। হামাস–ইসরায়েলের সংঘাতের পর থেকে প্রায়ই ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

সামরিক শক্তির দিক দিয়ে হিজবুল্লাহ বেশ শক্তিশালী। বিপুল অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের প্রশিক্ষিত যোদ্ধাও রয়েছে। ইসরায়েলের সঙ্গে ২০০৬ সালে যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর