২ মার্চ, ২০২৪ ২৩:২২

ইসরায়েলি স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

ইসরায়েলি স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনার মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে

লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে এবং তারা সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আইতা আল-শাবের আল-রাহেব সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে লেবাননের নাকৌরা শহরের বিপরীতে জাল আল-আলম স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের জমায়েতে হামলার ঘোষণা দেয় তারা।

আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, অধিকৃত কাফার শুবা পাহাড়ের একটি ইসরায়েলি স্থাপনা এবং দক্ষিণ লেবাননের অধিকৃত শেবা ফার্মের আরেকটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও হিজবুল্লাহর সদস্যদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় তাদের সাত যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর