গাজার আল-শিফা হাসপাতাল এখন ধ্বংসস্তূপ। দুই সপ্তাহ অভিযান চালানোর পর গত সোমবার হাসপাতাল থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। তবে সেখানে জীবনের সব অনুভূতি ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলের হামলার পর গাজার বৃহত্তম হাসপাতাল এখন একটি কঙ্কালসার কাঠামোয় রূপান্তরিত হয়েছে, যার ভেতরে রয়েছে শুধুই মরদেহ এবং সমাধি। খবর এএফপির।
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ওই হাসপাতালের ভেতর ঢোকার অনুমতি পায়। তারা ২৫ মার্চ থেকেই আল-শিফায় যাওয়ার চেষ্টা করছিল। হাসপাতালটির ভেতরে তারা অন্তত পাঁচটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। পেয়েছে অনেকের সমাধি। গাজায় স্বাস্থ্যসেবার মেরুদণ্ড ছিল এই হাসপাতালটি। কিন্তু ইসরায়েলের হামলায় তার প্রতিটি ইঞ্চি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হাসপাতালের মূল্যবান সরঞ্জাম হয় ক্ষতিগ্রস্ত হয়েছে নয়তো একেবারেই ধুলোয় মিশে গেছে। ভবিষ্যতে এই হাসপাতাল আবার ব্যবহারযোগ্য হবে কিনা তাও বলার উপায় নেই।
গাজার ৩৬টি হাসপাতালের মাঝে মাত্র ১০টি আংশিক চলমান আছে বর্তমানে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের ছয় মাস পূর্ণ হয়েছে। গত ৭ অক্টোবর হামলার পর ইসরায়েলের ১২০০ মানুষকে হত্যা এবং একশ’র বেশি নাগরিককে জিম্মি করে হামাস। এর জবাবে হামাসকে নিঃশেষ করার হুমকি দিয়ে গাজায় গণহত্যা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ, যার বেশিরভাগই নারী ও শিশু।
বিডি-প্রতিদিন/শফিক