যুদ্ধ বন্ধের আলোচনায় কায়রোতে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে ইসরায়েল সরকার।
রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষকে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ও গাজায় আটক বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কায়রো যাচ্ছে।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি ইতোমধ্যে মিশরের রাজধানীতে পৌঁছেছেন।
যুদ্ধ বন্ধের জন্য হামাস-ইসরায়েলের প্রতিনিধি দল একাধিক বৈঠক করেছে। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সফলতার মুখ দেখেনি এসব আলোচনা।
জিম্মি মুক্তির জন্য ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে হামাস । কিন্তু ইসরায়েল সৈন্য প্রত্যাহারে রাজি হচ্ছে না।
বিডিপ্রতিদিন/কবিরুল