২২ এপ্রিল, ২০২৪ ২০:০৭

গাজা থেকে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে : ইসমাইল হানিয়া

অনলাইন ডেস্ক

গাজা থেকে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে : ইসমাইল হানিয়া

ইসমাইল হানিয়া

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলকে দোষারোপ করে বলেছেন, যুদ্ধবিরতি হলে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এজন্য ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা স্থগিত রেখেছে। 

তুর্কি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়া সম্প্রতি তুরস্কে সফর করেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি গণমাধ্যমে সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কয়েক ডজন অধিবেশন ও যোগাযোগ বিনিময় সত্ত্বেও এখন পর্যন্ত ইহুদিবাদী শত্রুরা গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়নি। ইসরায়েল শুধু চায় বন্দিদের ফেরত পাঠানো হোক। কিন্তু এটা (জিম্মি মুক্তি দিলে) তারা গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যা হতে পারে না।

তিনি বলেন, তারা চায় হামাস এবং প্রতিরোধ বাহিনী গাজার নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ইসরায়েলি সেনা মোতায়েনে সম্মত হোক। এর মাধ্যমে তারা চায় আমরা যেন গাজা উপত্যকায় তাদের সেনা মোতায়েনকে স্বীকৃতি দেই। কিন্তু এটা হতে পারে না। গাজা থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর