লেবাননের বৈরুতে বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৯ অক্টোবর) এই আহ্বান জানান পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। এসময় বেসামরিক হতাহতের সংখ্যা ‘অত্যধিক বেশি’ উল্লেখ করে তিনি বলেন, লেবাননের রাজধানী বৈরুতে ও তার আশেপাশের কিছু এলাকায় ইসরায়েলি হামলার হ্রাস চায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বৈরুতের দক্ষিণ শহরতলির বেশ কয়েকটি স্থানে ভারী হামলা চালিয়েছে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পরই অস্টিনের এই মন্তব্যটি এলো।
ইসরায়েল বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র স্থাপনায় আঘাত করেছে সেনারা। শহরটিতে প্রায় তিন সপ্তাহ আগে হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। হামলার মুখে এক সময়ের ঘনবসতিপূর্ণ এই শহরতলি ছেড়ে ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। সেখানে হিজবুল্লাহ’র কার্যালয় ও ভূগর্ভস্থ স্থাপনাও ছিল।
ইতালির নেপলস শহরে জি-৭ এর প্রতিরক্ষা সমাবেশে সাংবাদিকদের অস্টিন বলেন, ‘আমরা চাই, ইসরায়েলের তাদের কিছু হামলা, বিশেষ করে বৈরুতে ও এর আশেপাশের এলাকায় যে হামলা চালানো হচ্ছে, সেগুলোর মাত্রা কমানো হোক।’
তিনি বলেন, ‘এবং আমরা চাই আলোচনার মাধ্যমে এমন কিছু হোক যাতে সীমান্তের উভয় পাশের বেসামরিকরা বাড়ি ফিরে যেতে পারে।’
গত অক্টোবরে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ।
তবে এতদিন সীমান্তে গোলাগুলি চললেও, প্রায় তিন সপ্তাহ আগে লেবাননের অভ্যন্তরে একটি স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
বিডি প্রতিদিন/মুসা