অস্তিত্ব সংকটে থাকা ফিলিস্তিনিদের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। একইসঙ্গে গাজার উত্তরাঞ্চলে হত্যা ও উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের ইসরায়েল নির্মূল করছে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়া এলাকায় থাকা জনসাধারণকে নিয়ে বিশেষভাবে চিন্তিত জাতিসংঘ। গাজা সরকার পরিচালিত গণমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, সর্বশেষ হামলায় সেখানকার সম্পূর্ণ একটি আবাসিক ব্লক মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭ জন।
এ হামলার কয়েকদিন আগে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য আংশিকভাবে কার্যক্রম পরিচালনা করছিল তিনটি হাসপাতাল। কিন্তু ইসরায়েলি হামলায় সেগুলো একেবারে বন্ধ হয়ে গেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে হামাসের হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। হাসামকে দমনে গাজায় হামলা শুরু করে তারা। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া, প্রায় ২৩ লাখ মানুষকে উচ্ছেদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ