ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সহকারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি বলেছেন, যে কোনো হুমকির পূর্ণ জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী।
তিনি বলেছেন, ‘ইরানের সামরিক বাহিনী সব সময় পূর্ণ প্রস্তুতি নিয়েই আছে।’
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার মেজর জেনারেল আব্বাস নিলফোরৌশানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তেহরানে মাসজেদি এ কথা বলেন। একই হামলায় নিহত হয়েছিলেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ।
ইরাজ মাসজেদি বলেছেন, ‘আমরা শহিদি পথ থেকে সরে দাঁড়াবো না। প্রিয় শহীদদের রক্তের এবং ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের জন্য ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব।'
ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি নিহত হওয়ার গুঞ্জনের বিষয়ে ইরাজ মাসজেদি বলেছেন, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক লড়াই।
বিডি প্রতিদিন/নাজমুল