লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থান ও অবৈধ বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। লেবানন ও গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি জমায়েতকে লক্ষ্য করে খালেত ওয়ারদায় এক ঝাঁক রকেট নিক্ষেপ করে।
হিজবুল্লাহ যোদ্ধারা জাবাল খলিল এলাকাতেও আরেক দল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও বেইত হিলেল মোশাভ এলাকাতেও ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করেছে হিজবুল্লাহ।
আল-মালিকিয়াহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়াও কিরিয়াত শামোনা এলাকাতেও হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে।
গোলান মালভূমিতে ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। যদিও এসব হামলায় কতোজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল