ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ)। এসময় অবৈধভাবে এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে দুই ভারতীয় দালালকেও।
সোমবার সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার তেতুলবেড়িয়া বিএসএফ সীমান্ত চৌকি (বিওপি)- এর অন্তর্গত পিপলি এলাকায থেকে তাদের আটক করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে আটক ব্যক্তিদের স্থানীয় গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়।
বিএসএফ জানিয়েছে, সোমবার সকালে পিপলি এলাকা থেকে ওই বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এমন সময় কর্তব্যরত বিএসএফের ৫ নম্বর ব্যাটেলিয়নে জওয়ানেদের চোখে পড়ে গেলে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায় তারা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল। কলকাতা সহ বিভিন্ন রাজ্যে চিকিৎসা ও কাজের প্রয়োজনে তারা এসেছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতারকৃত দুই ভারতীয় নাগরিক কী উদ্দেশ্যে ওখানে জমায়েত করেছিল, তা এখনো পরিষ্কার নয়।
এদিকে, সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হেফাজতের) নির্দেশ দেন।