রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা শেষ হলে তিনি দেশে ফিরে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে সোমবার ইউলিয়ার এই বক্তব্য তুলে ধরা হয়েছে। ইউলিয়া বলেন, পুতিন যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন তিনি রাশিয়ায় ফিরবেন না। তবে পুতিনের বিদায়ের পরই উপযুক্ত সময়ে তিনি একজন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
গত ফেব্রুয়ারিতে কারাগারে ৪৭ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন নাভালনি। এই মৃত্যুর পর রাশিয়ার বিরোধীরা তাদের সবচেয়ে জনপ্রিয় ও ক্যারিশমাটিক নেতাকে হারায়। তার মৃত্যুর পর থেকে বিরোধী শিবিরের মধ্যে একতা নেই এবং কোনো উল্লেখযোগ্য নেতা এগিয়ে আসেননি। নাভালনির অনুপস্থিতিতে দেশের বাইরের রুশ ভিন্নমতাবলম্বীদের মধ্যেও বিভক্তি ও অন্তর্কোন্দল দেখা দিয়েছে।
পুতিন ১৯৯৯ সালের শেষ দিন থেকে ক্ষমতায় আছেন, চলতি মাসে তিনি ৭২ বছর পূর্ণ করবেন। নাভালনি জীবিত অবস্থায় রাশিয়ার সরকারকে কঠোরভাবে সমালোচনা করতেন এবং অভিযোগ করতেন যে, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই পুতিনের বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার একটি ষড়যন্ত্র।
ক্রেমলিন নাভালনির রাজনৈতিক মিত্রদেরকে চরমপন্থী হিসেবে দেখে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিমা বিশ্বের স্বার্থে রাশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এদিকে পুতিনপন্থীদের দাবি, রাশিয়ায় জনগণের মধ্যে পুতিনের জনপ্রিয়তা এখনো অটুট।
বিডিপ্রতিদিন/কবিরুল