মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অবসান হতে যাচ্ছে মাত্র একদিন পরই। অপেক্ষার অবসান ঘটিয়ে ভোটদানের আনুষ্ঠানিক দিন চলে আসছে। ইতোমধ্যেই প্রায় সাত কোটি ৭০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। তবে সত্ত্বেও ভোটের দিনটি নিয়ে জনগণের মধ্যে উত্তেজনার কোনো কমতি নেই। আজ দুই প্রার্থী, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প, শেষ মুহূর্তের প্রচারণা চালাতে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (স্থানীয় সময়) পেনসিলভেনিয়ায় পুরোদমে ব্যস্ত থাকবেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তার লক্ষ্য গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজের ১৯টি ভোট নিশ্চিত করা, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় কর্মজীবী সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের প্রত্যাশা শুনবেন। দিনের শেষে, পপ তারকা লেডি গাগা এবং উপস্থাপক অপরাহ উইনফ্রের সঙ্গে ফিলাডেলফিয়ায় একটি সমাবেশেও অংশ নেবেন।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক দিনে তিনটি অঙ্গরাজ্যে চারটি সমাবেশ করার পরিকল্পনা নিয়েছেন। তার প্রচার শুরু হবে নর্থ ক্যারোলাইনার র্যালি থেকে। এরপর তিনি পেনসিলভেনিয়ায় দুটি স্থানে প্রচার চালাবেন এবং মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে গভীর রাতের এক অনুষ্ঠানের মাধ্যমে তার প্রচারণা শেষ করবেন।
আগাম ভোট দেওয়ার পরেও প্রচারণা চালাতে উভয় পক্ষের এই অদম্য উৎসাহ শেষ মুহূর্তে আরও ভোটার আকর্ষণ করতে সহায়ক হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। নির্বাচনে যারাই জয়ী হোক না কেন, মার্কিন রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হবে।
ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে, তিনি হবেন প্রথম ব্যক্তি যিনি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হিসেবে প্রেসিডেন্ট পদে বসবেন। নিউইয়র্কে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে সম্পর্ক গোপন রাখার অভিযোগ তার বিরুদ্ধে আছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এসব তদন্তের ওপর নিয়ন্ত্রণ পাবেন।
ট্রাম্পের আগে একমাত্র গ্রোভার ক্লিভল্যান্ড দুই মেয়াদের মধ্যে বিরতি দিয়ে পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছিলেন। এবার যদি ট্রাম্প জয়ী হন, তবে তিনিও সেই নজির স্থাপন করবেন। অন্যদিকে, কমলা হ্যারিস প্রথম নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ওভাল অফিসে প্রবেশের ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন।
তবে শেষ মুহূর্তের প্রচারণায়, কমলা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করা থেকে বিরত থেকে নিজের ইতিবাচক বার্তা দিয়ে ভোটারদের মন জয় করতে চান। তিনি পেনসিলভেনিয়ায় এক সমাবেশে বলেন, ‘আমাদের প্রচারণা শুরু থেকেই কোনো নেতিবাচকতার পক্ষে নয়, বরং নতুন আশার পক্ষে।’
এদিকে, ট্রাম্প তার বিখ্যাত স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ ধরে রেখেছেন এবং বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল