কখনওই লড়াই থামাবেন না বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্স।
বুধবার বিজয় নিশ্চিত হওয়ার পর এক বার্তায় তিনি কথা বলেন।
জে ডি ভ্যান্স বলেন, ‘সকল’ আমেরিকানের জন্য সবসময় লড়াই করে যাব।
বার্তায় সবাইকে ‘ধন্যবাদ’ জানান তিনি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হতে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে বিজয়ী হলেন ট্রাম্প।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ