ইরান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সর্বোচ্চ চাপের নীতি (ম্যাক্সিমাম প্রেশার) পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তেহরান বুধবার জানিয়েছে, ট্রাম্পের শপথগ্রহণকে সামনে রেখে তারা নতুন সম্পর্ক স্থাপনে আগ্রহী।
উল্লেখ্য, প্রথম মেয়াদের সময় ইরানের ওপর ‘ম্যাক্সিমাম প্রেশার’ প্রয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা দুই দেশের সম্পর্কে বড় প্রভাব ফেলেছিল।
ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে তিনি আগের ভুল নীতিগুলি অনুসরণ করছেন না। তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের আমলে ইরানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সুশৃঙ্খল করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, ইরানের নির্দেশে একটি হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগে এক আফগান নাগরিককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
আগামী দিনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও সীমান্ত সম্পর্কিত নীতিতে পরিবর্তনের দিকেই এখন সবার দৃষ্টি। ইরানের এই বার্তা মার্কিন কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল