আফগানিস্তানের তালেবান প্রতিনিধিরা প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আগামী সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হতে যাওয়া কপ-২৯ সম্মেলনে তারা অংশ নেবেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তালেবান প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এটিই তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ।
তবে জাতিসংঘ এখনও তালেবানদের আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। বিশেষ করে নারীদের শিক্ষা ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তালেবান প্রশাসনের স্বীকৃতি নিয়ে জটিলতা রয়েছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, জাতীয় পরিবেশ সংরক্ষণ সংস্থার কর্মকর্তারা আজারবাইজানে সম্মেলনে যোগ দিতে গেছেন। এই সংস্থা তালেবান সরকারের অধীনে রয়েছে।
গত কয়েক বছরে তালেবান প্রতিনিধিরা বিভিন্ন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছেন। তবে মূল আলোচনায় অংশগ্রহণের সুযোগ পায়নি। আজারবাইজানের আমন্ত্রণে তারা এবারও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এবং পার্শ্ব আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ বন্যা ও খরায় দেশটির কৃষি নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া দেশটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ তালেবানের বিচ্ছিন্নতাকে আফগান জনগণের জন্য ক্ষতিকর বলে মনে করছেন। তারা বলছেন, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা ছাড়া আফগান জনগণ আরও মানবিক সংকটের মুখোমুখি হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল