দক্ষিণ লেবাননের একটি গ্রামেরও নিয়ন্ত্রণ নিতে পারেনি ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা এ কথা বলেছেন।
লেবাননের প্রতিরোধ আন্দোলনের মিডিয়া রিলেশন অফিসার মোহাম্মদ আফিফ বৈরুতে সোমবার সংবাদ সম্মেলন করেন। তিনি বলেছেন, ৪৫ দিনের আগ্রাসনের পরও ইসরায়েল লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি।'
তিনি জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধাদের সংকল্প এবং ভূমি সম্পর্কে তাদের জ্ঞান যুদ্ধক্ষেত্রে নির্ধারক ভূমিকা পাল করেছে।
তিনি আরও বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ আগের মতো করেই পূরণ করা হচ্ছে। তার দাবি, হিজবুল্লাহর মিসাইলের কোনো ঘাটতি নেই।
হিজবুল্লাহর এই কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ দিনে দিনে ক্ষেপণাস্ত্রের মজুদ আরও বাড়িয়েছে। সংখ্যা ও মান দুই দিকেই নজর দিচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ মেয়াদে হিজবুল্লাহ যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
হিজবুল্লাহর এই কর্মকর্তার মতে, হিজবুল্লাহ কখনো হারবে না। তাদের যোদ্ধারা রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জন করেই ঘরে ফিরবে।
বিডি প্রতিদিন/নাজমুল