মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তার একটি ব্যাটালিয়নের কমান্ডার লড়াই ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি। এদিকে, রাখাইন রাজ্যে আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, বন্দি থাকা ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থান।
বৃহস্পতিবার আরাকান আর্মির প্রকাশিত এক ভিডিওতে সেনাদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) বরাতে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।
ভিডিওতে অযোগ্য নেতৃত্বের অধীনে আরো মৃত্যু এড়ানোর আহ্বান জানান, আন টাউনশিপের এই সেনাপ্রধান। তাদের পরাজয়ের পেছনে অঞ্চলটিতে জান্তার সেনা পাঠানোয় দেরি হওয়াকে দায়ী করেছেন জেনারেল কিয়াও কিয়াও থান। চলতি মাসে রাখাইনে, জান্তার পশ্চিম কমান্ডের পতনের পরই বন্দি করা হয় কিয়াও থানকে।
এদিকে, কাচিনের মানসি শহরের নিয়ন্ত্রণ নিতে জান্তার ৩টি ব্যাটালিয়নের সঙ্গে লড়ছে বিদ্রোহীরা। এর মধ্যে একটির কমান্ডার শহর ছেড়ে পালিয়েছেন বলে জানায় তারা।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভে হাজার মানুষ নিহত হলে তা রূপ নেয় সশস্ত্র লড়াইয়ে।
বিডি প্রতিদিন/আশিক