দক্ষিণ চীন সাগরে উত্তেজনা উস্কে দেওয়ার ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করেছে চীন। এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের কর্মকাণ্ডকে বিপজ্জনক এবং অস্থিতিশীল বলে অভিহিত করেছেন।
ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের পাশে আংশিকভাবে ধারণ করা একটি ভিডিওতে ল্যামি সোমবার দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপজ্জনক এবং অস্থিতিশীল কার্যকলাপের নিন্দা করেছেন।
চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটিকে প্রায় সম্পূর্ণরূপে নিজেদের বলে দাবি করে। যদিও আন্তর্জাতিক রায়ে বলা হয়েছে যে তাদের দাবির কোনও আইনি ভিত্তি নেই।
ল্যামির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাজ্যের উচিত দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার এবং স্বার্থকে সম্মান করা এবং আঞ্চলিক বিরোধের উপর উত্তেজনা উস্কে দেওয়া বা বিরোধের বীজ বপন করা থেকে বিরত থাকা।
মাও বলেন, দক্ষিণ চীন সাগর বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং মুক্ত সামুদ্রিক পথগুলির মধ্যে একটি।
দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ প্রবালপ্রাচীর এবং দ্বীপপুঞ্জ থেকে ম্যানিলাকে বিরত রাখার জন্য বেইজিং নৌবাহিনী এবং উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করেছে। যার ফলে সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার তার ফিলিপিনো প্রতিপক্ষ এনরিক মানালোর সাথে এক বৈঠকে, ব্রিটেন এবং ফিলিপাইন প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি যৌথ কাঠামো স্বাক্ষর করেছে।
ফিলিপাইনের মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে একই রকম চুক্তি রয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল