পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে শত শত যাত্রীকে বহনকারী একটি ট্রেনে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। বেলুচ লিবারেশন আর্মি নিশ্চিত করেছে যে তারা কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি আরও দাবি করেছে যে ট্রেনটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পাকিস্তানি পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, তারা তথ্য পেয়েছে যে হামলায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, হামলার ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র স্থানীয় সংবাদপত্র ডনকে বলেছেন, ট্রেনে তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
বেলুচ লিবারেশন আর্মি দাবি করেছে, তারা নিরাপত্তা কর্মকর্তাসহ বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করে রেখেছে এবং তাদের আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করা হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
তবে, কর্মকর্তারা এখনও নিশ্চিত করেননি যে কাউকে জিম্মি করা হয়েছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ বিবিসিকে বলেছেন, ট্রেনে ৪০০-৪৫০ জন যাত্রীকে ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল