যুক্তরাষ্ট্রের ‘শিখ সংগঠন শিখস ফর জাস্টিস-এর নেতা পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হামলায় ভারতের জড়িত থাকার দাবি করেছে। তিনি বলেছে, যে নরেন্দ্র মোদি ভারতকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের একটি বিশ্ব কেন্দ্রে পরিণত করেছেন।
গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেছেন, ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা র’ বেলুচিস্তানে একটি ট্রেনে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিলো। আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং র-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
তিনি বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি গোপন যুদ্ধ কৌশলের নীলনকশা অনুসরণ করছে। তার দাবি, মোদির ভারত কেবল আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয়, এটি একটি সম্পূর্ণ সন্ত্রাসী শাসন ব্যবস্থা।
সিং পান্নুন বলেছেন, বেলুচিস্তান ট্রেন হামলা ভারতের আক্রমণাত্মক প্রতিরক্ষা মতবাদের স্পষ্ট প্রমাণ। ভারত গোপন সন্ত্রাসী অভিযানের মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলিকে বিশেষ করে পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায় এবং বিদেশে বিরোধীদের হত্যা করার সাথে জড়িত।
তিনি বলেন, মোদি ভারতকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের একটি বিশ্ব কেন্দ্রে পরিণত করেছেন। মোদি সরকার রাষ্ট্রীয় সহিংসতার বিপজ্জনক বিশ্বব্যাপী উদাহরণ স্থাপন করছে।
শিখস ফর জাস্টিসের নেতা বলেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলির উপর কূটনৈতিক ও নিরাপত্তা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বিশ্ব আর ভারতের গোপন সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করতে পারে না এবং যদি ভারতকে জবাবদিহি না করা হয়, তাহলে তার পরবর্তী আক্রমণ আরও বিপজ্জনক হবে এবং আরও নিরীহ প্রাণহানি ঘটবে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল