গাজা মিডিয়া অফিস ইসরায়েলি হামলায় নিহত ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ করেছে। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলিদের রাতের বোমা হামলায় নিহত চারজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করেছে।
তাদের মধ্যে রয়েছেন সরকারি গণপূর্ত বিভাগের প্রধান ইসাম আল-দালিস, বিচার মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি আহমেদ আল-হাত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহজাত আবু সুলতান।
ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ ওই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদিবাদী সেনারা।
এতে ৩৩০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল