তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের শত শত ফিলিস্তিনিদের হত্যা... প্রমাণ করে যে নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
মন্ত্রণালয়টি আরও বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং সর্বজনীন মূল্যবোধের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের মাধ্যমে মানবতাকে অবজ্ঞা করে। এই ধরনের আগ্রাসন এই অঞ্চলের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে।
ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ ওই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদিবাদী সেনারা।
এতে ৩৩০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল