শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

৯৭ জন নারী উদ্ধার

নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্ণোতে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী আরও ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে। ২০১৪ সালে চিবোকের স্কুল থেকে যে ২০০ জনের বেশি স্কুলছাত্রী অপহৃত হয়েছিল, তাদের একজন রয়েছেন এ উদ্ধার হওয়াদের দলে। সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানিয়েছেন, ওই ছাত্রীর নাম সেরাহ লুকা। এর আগে বুধবার অপহৃত ওই ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়। আমিনা আলী এনকেক নামের মেয়েটির সঙ্গে একটি শিশুও উদ্ধার হয়েছিল। বিবিসি।

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ

উগান্ডায় ধূমপান ও তামাকের উপর কঠোর আইন জারি করা হয়েছে। বিবিসি বলছে, বারে, রেস্টুরেন্টে কিংবা হোটেলে ধূমপান করলে এখন থেকে দেশটিতে ৬০ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে কিংবা সর্বোচ্চ দুই মাসের কারাভোগ করতে হবে। ধূমপায়ীদের হাসপাতাল, স্কুল এবং ট্যাক্সিস্ট্যান্ডের মতো জনসমাগম স্থল থেকে অন্ততপক্ষে ৫০ মিটার দূরে ধূমপান করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর