ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এ নিয়ে নিস হামলায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুক্রবার একজনকে এবং শনিবার সকালে চারজন আর গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন ৩০ হাজার মানুষ। কিন্তু লাউইজ বুলেল নামে এক জঙ্গি একটি বড় ট্রাক নিয়ে উচ্ছ্বসিত ওই মানুষের মাঝে ঢুকে পড়ে। এরপর ওই ভিড়ের মধ্যে ট্রাকটি চালিয়ে দুই কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। এতে ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ১০ শিশুসহ অন্তত ৮৪ জন নিহহ হন। আহত হন ২০২ জন। তার মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই সময় গুলিও চালায় সেই জঙ্গি। পরে পুলিশ তাকে গুলি করে গাড়িটি থামাতে সমর্থ হয়। এদিকে ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদারের জন্য ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা সদস্যের পাশাপাশি ১২ হাজার রিজার্ভ পুলিশকে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে যেসব ফরাসি দেশের সুরক্ষায় কাজ করতে চান তাদের রিজার্ভ পুলিশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কেজেনুভে। নিসের হামলাকারী বুলেল হামলা চালানোর দুই দিন আগে ভাড়া করা ট্রাকটি নিয়ে ঘটনাস্থল দেখে এসেছিলেন। তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল এ তথ্য জানায়। সূত্রটি জানায়, পুলিশ শতাধিক ব্যক্তিকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন জানান, লাউইজ বুলেলের মধ্যে ধার্মিক হওয়ার লক্ষণ দেখা গেছে। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ‘দ্রুত’ উগ্র স্বভাবের হয়ে উঠেছিলেন। কিন্তু তার পরিবার ও বন্ধুরা আগে বলেছিলেন, তিনি ধূমপান ও মদ পান করতেন। এএফপি, বিবিসি।
শিরোনাম
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
- বাড়ির সব কাজ করে দেবে ২০ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট ‘নিও’
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- মুম্বাইয়ে জিম্মির শিকার ১৭ শিশু উদ্ধার, সন্দেহভাজন গুলিতে নিহত
- বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা প্রশাসনের
- ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা