ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এ নিয়ে নিস হামলায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুক্রবার একজনকে এবং শনিবার সকালে চারজন আর গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন ৩০ হাজার মানুষ। কিন্তু লাউইজ বুলেল নামে এক জঙ্গি একটি বড় ট্রাক নিয়ে উচ্ছ্বসিত ওই মানুষের মাঝে ঢুকে পড়ে। এরপর ওই ভিড়ের মধ্যে ট্রাকটি চালিয়ে দুই কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। এতে ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ১০ শিশুসহ অন্তত ৮৪ জন নিহহ হন। আহত হন ২০২ জন। তার মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই সময় গুলিও চালায় সেই জঙ্গি। পরে পুলিশ তাকে গুলি করে গাড়িটি থামাতে সমর্থ হয়। এদিকে ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদারের জন্য ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা সদস্যের পাশাপাশি ১২ হাজার রিজার্ভ পুলিশকে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে যেসব ফরাসি দেশের সুরক্ষায় কাজ করতে চান তাদের রিজার্ভ পুলিশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কেজেনুভে। নিসের হামলাকারী বুলেল হামলা চালানোর দুই দিন আগে ভাড়া করা ট্রাকটি নিয়ে ঘটনাস্থল দেখে এসেছিলেন। তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল এ তথ্য জানায়। সূত্রটি জানায়, পুলিশ শতাধিক ব্যক্তিকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন জানান, লাউইজ বুলেলের মধ্যে ধার্মিক হওয়ার লক্ষণ দেখা গেছে। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ‘দ্রুত’ উগ্র স্বভাবের হয়ে উঠেছিলেন। কিন্তু তার পরিবার ও বন্ধুরা আগে বলেছিলেন, তিনি ধূমপান ও মদ পান করতেন। এএফপি, বিবিসি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল