ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এ নিয়ে নিস হামলায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুক্রবার একজনকে এবং শনিবার সকালে চারজন আর গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন ৩০ হাজার মানুষ। কিন্তু লাউইজ বুলেল নামে এক জঙ্গি একটি বড় ট্রাক নিয়ে উচ্ছ্বসিত ওই মানুষের মাঝে ঢুকে পড়ে। এরপর ওই ভিড়ের মধ্যে ট্রাকটি চালিয়ে দুই কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। এতে ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ১০ শিশুসহ অন্তত ৮৪ জন নিহহ হন। আহত হন ২০২ জন। তার মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই সময় গুলিও চালায় সেই জঙ্গি। পরে পুলিশ তাকে গুলি করে গাড়িটি থামাতে সমর্থ হয়। এদিকে ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদারের জন্য ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা সদস্যের পাশাপাশি ১২ হাজার রিজার্ভ পুলিশকে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে যেসব ফরাসি দেশের সুরক্ষায় কাজ করতে চান তাদের রিজার্ভ পুলিশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কেজেনুভে। নিসের হামলাকারী বুলেল হামলা চালানোর দুই দিন আগে ভাড়া করা ট্রাকটি নিয়ে ঘটনাস্থল দেখে এসেছিলেন। তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল এ তথ্য জানায়। সূত্রটি জানায়, পুলিশ শতাধিক ব্যক্তিকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন জানান, লাউইজ বুলেলের মধ্যে ধার্মিক হওয়ার লক্ষণ দেখা গেছে। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ‘দ্রুত’ উগ্র স্বভাবের হয়ে উঠেছিলেন। কিন্তু তার পরিবার ও বন্ধুরা আগে বলেছিলেন, তিনি ধূমপান ও মদ পান করতেন। এএফপি, বিবিসি।
শিরোনাম
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা