ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রীয় এলাকার একটি ভবনের নিচ তলায় বড় ধরনের একটি বিস্ফোরণের ঘটনায় দমকলবাহিনীর দুই কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহুমানুষ। গতকাল স্থানীয় সময় সকাল ৯টার দিকে একটি বেকারিতে ঘটা এ বিস্ফোরণের পর ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্যারিসের নবম আহদিসমর রু দ্যু ত্রেভিজার ওই বিস্ফোরণে কয়েকটি গাড়িসহ আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে পুলিশের ধারণা।
জরুরি বিভাগের গাড়ি ও কর্মীদের চলাচল অবাধ করতে লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। উপর্যুপরি নবম সপ্তাহান্তে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কায় প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দাঙ্গা পুলিশ প্যারিসের কেন্দ্রীয় অংশে বড় একটি অংশ বন্ধ করে রাখে। এরই মধ্যে ছয় নাম্বার রু দ্যু ত্রেভিজার বন্ধ ওই বেকারিতে বিস্ফোরণটি ঘটে। তবে এর সঙ্গে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের। ঘটনার সময় কিলিয়ান নামের স্থানীয় এক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণে তার ঘরের জানালা উড়ে যায়। ঘটনার পর ওই ভবনের সব বাসিন্দা নিচে নেমে আসে এবং তিনি চিৎকারের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বিস্ফোরণে একটি নাট্যশালাও ধ্বংস হয়েছে বলে ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভিকে জানিয়েছেন তিনি। বিবিসি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        