সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সিকিমে তিস্তা নদীতে নতুন বাঁধ নির্মাণ করবে ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

সিকিমে তিস্তা নদীতে নতুন একটি বাঁধ নির্মাণ করবে ভারত। তিস্তার উৎপত্তি সিকিমেই। চার দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত ভারত সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। বাঁধ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ‘ল্যানকো তিস্তা হাইড্রো পাওয়ার’ নামের বেসরকারি কোম্পানিকে। বাঁধ নির্মাণ সংশ্লিষ্ট তিস্তা স্টেজ সিক্স হাইড্রলিক প্রজেক্টের অবশিষ্ট কাজ সম্পন্ন করবে সিকিমে অবস্থিত সরকারি কোম্পানি ‘এনএইচপি লিমিটেড।’ বাঁধটির মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৫৭৪৮ দশমিক ০৪ কোটি রুপি। সিকিমের সিরওয়ানি গ্রামে তিস্তায় বাঁধটির উচ্চতা হবে ২৬ দশমিক ৫ মিটার। সরকারি সূত্র জানায়, এখানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ‘পিক আওয়ারের’ চাহিদা মেটানো যাবে। এ ছাড়া, সিকিমের পার্শ্ববর্তী রাজ্যগুলোয় এবং বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।

সর্বশেষ খবর