বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আরও সৈন্য মোতায়েন

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আরও সৈন্য মোতায়েন

মার্কিন প্রতিরক্ষা বিভাগ সোমবার জানিয়েছে, তারা অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতায় মেক্সিকোর সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আরও প্রায় ৩২০ সৈন্য  মোতায়েন করবে। এসব সৈন্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা ২ হাজার ৯০০ সামরিক সদস্যের সঙ্গে যুক্ত হবে। এছাড়া বর্তমানে ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য সীমান্তে  মোতায়েন রয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ৩২০  সৈন্য মোতায়েন করা হবে। পেন্টাগন মুখপাত্র লে. কর্নেল জেমি ডেভিস বলেন, এসব সৈন্য অভিবাসীদের পরিবহনে সহযোগিতা করবে। এর পাশাপাশি তারা নিরাপত্তা হেফাজতে থাকা অভিবাসীদের কল্যাণের বিষয়টি দেখভাল করবে। এএফপি।

সর্বশেষ খবর