Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ জুন, ২০১৯ ০০:১২

সংক্ষেপে

মঞ্চে আবারও নারীদের চুমু খেলেন দুতের্তে

মঞ্চে আবারও নারীদের চুমু খেলেন দুতের্তে

আবারও মঞ্চে নারীদের চুমু দিয়ে খবরের শিরোনাম হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে স্ত্রীর সামনেই পাঁচ ফিলিপিনো নারীকে তিনি চুমু দেন। একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গত ২৮ মে জাপান সফরে যান দুতের্তে। দুতের্তের জাপান সফর উপলক্ষে টোকিওতে বসবাস করা ফিলিপিনোরা বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল।সস্ত্রীক ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ৭৪ বছরের দুতের্তে মঞ্চে তার আশপাশে থাকা ‘স্বেচ্ছাসেবী’ নারীদের তাকে চুমু দিয়ে অনুষ্ঠান শেষ করতে বলেন।


আপনার মন্তব্য