বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

‘পশ্চিম বাংলাদেশ’ তৈরির চক্রান্ত করছে মমতা সরকার

কলকাতা প্রতিনিধি

‘পশ্চিম বাংলাদেশ’ তৈরির চক্রান্ত করছে মমতা সরকার

দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ তৈরি করার চক্রান্ত করা হচ্ছে, আর এই চক্রান্ত করছে মমতা ব্যনার্জির রাজ্য সরকার-  এই অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি গতকাল লোকসভায় ‘মোশন অফ থ্যাঙ্কস’ পর্বে বক্তৃতা দিচ্ছিলেন। দিলীপ ঘোষ এবারই প্রথম লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি বলেন, ‘দেশের সর্বত্র এক আইন হয়। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে যেতে গেলে সেখানে বাংলা শিখে আসতে হবে। এখন হেমা মালিনী এমপি যদি গঙ্গাসাগরে পুণ্যস্নানে যেতে চান, তবে তাকে বাংলা শিখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে যেতে চাইলে তাদেরকে নামার অনুমতি দেওয়া হয় না।’ তিনি বলেন, ‘মমতা চেয়েছিলেন যে উনি ভারতের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ৪২ আসনে জিতে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। এজন্য মমতা ঠিক করেছেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিশিয়ে একটা দেশ তৈরি হলে তিনি নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন।

সর্বশেষ খবর