শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবারও সেরা অক্সফোর্ড

এবারও সেরা অক্সফোর্ড

লন্ডনভিত্তিক প্রকাশনা ও র‌্যাংকিং সংস্থা টাইমস হায়ার এডুকেশনের করা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষস্থান অর্জন করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ নিয়ে টানা চতুর্থবার এ স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়টি। সেরা বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিকে পেছনে ফেলতে হয়েছে। টাইমসের এবারের র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম। শীর্ষ দশে থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন। শিক্ষার মান, গবেষণার পরিমাণ ও খ্যাতি, গবেষণার প্রয়োগ এবং আন্তর্জাতিক যোগাযোগের ওপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন ৯২টি দেশের এক হাজার ৩০০ বিশ্ববিদ্যালয়ের এ তালিকার ক্রম ঠিক করেছে। এবারের র‌্যাংকিংয়ে এশিয়ার দেশ বিশেষ করে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর দৃঢ় অবস্থান চোখে পড়ার মতো, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল। তালিকায় যেসব বিশ্ববিদ্যালয়ের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখা যাচ্ছে তার মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোও আছে। এবারের তালিকার শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০টিই যুক্তরাষ্ট্রের; প্রথম দশেও দেশটির ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। অন্যদিকে ইউরোপসেরা হওয়ার দৌড়ে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোই দ্রুত উঠে আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর