রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গ্রিসের শরণার্থী শিবিরগুলোয় মানবিক বিপর্যয়!

গ্রিসের শরণার্থী শিবিরগুলোয় মানবিক বিপর্যয়!

গ্রিসের দুটি দ্বীপে শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার শরণার্থী ‘মানবেতর’ জীবন-যাপন করছে এবং যে কোনো সময় সেখানে চূড়ান্ত বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা ইউরোপের একটি মানবাধিকার পর্যবেক্ষক দলের।

কাউন্সিল অব ইউরোপ কমিশনার ফর হিউম্যান রাইটসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আজিয়ান দ্বীপাঞ্চলে প্রায় ৩৬ হাজার শরণার্থী বাস করে। সেখানে পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে, ‘যে কোনো সময় বিস্ফোরণ’ ঘটবে। ওই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর গ্রিস পার্লামেন্টে শরণার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং বিতাড়ন প্রক্রিয়া দ্রুত গতিতে করার প্রস্তাব রেখে একটি বিল পাস হয়। গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, তার দেশে শরণার্থীদের অবশ্যই সুরক্ষা দেওয়া হবে। তবে তার অর্থ এই নয় যে, গ্রিসের দরজা সবার জন্য খোলা থাকবে। দেশটির বামপন্থি বিরোধী দলগুলো সরকারের নতুন ওই বিলের সমালোচনা করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ কয়েকটি মানবাধিকার সংগঠন থেকেও নিন্দা জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাসিক বেশ দৃঢ়ভাবে বলেছেন, যারা আশ্রয়প্রার্থী হওয়ার যোগ্য নয় তাদের বিতাড়ন করতেই ওই আইন করা হয়েছে। পার্লামেন্টের ভাষণে তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে।’ বিবিসি।

সর্বশেষ খবর