শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাগরিকত্ব আইন বিরোধী ভোট পেছাল ইইউ পার্লামেন্টে

আপাতত স্বস্তি ভারতের জন্য। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে ভোটাভুটি আপাতত মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট। সিএএ নিয়ে মার্চ মাস পর্যন্ত কোনো ভোটাভুটি হবে না। এ ঘটনাকে কূটনৈতিক জয় হিসেবেই দেখছে ভারত। ইইউ পার্লামেন্ট হলো ইউরোপীয় ইউনিয়নের আইনি শাখা। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হোক বা সংশোধিত নাগরিকত্ব আইন, বারবারই সরব হয়েছেন ইইউ পার্লামেন্টের প্রতিনিধিরা। ভারতের অভিযোগের আঙুল অবশ্য ইইউ পার্লামেন্ট সদস্য শাফাক মোহাম্মদের দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ব্রিটিশ সদস্য শাফাক মোহাম্মদ জন্ম সূত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের। তিনিই এই প্রস্তাবের অন্যতম কারিগর। গোটা বিষয়টির পেছনে ইসলামাবাদের পরোক্ষ মদদ রয়েছে বলেও মনে করে ভারত। মোট দশটি ভাগে ভাগ করে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যেরা তাদের পর্যবেক্ষণ এবং মতামত জানিয়েছিলেন ভারতের নতুন নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে। পার্লামেন্টের ছটি   গোষ্ঠীর পক্ষ থেকে আনা এই প্রস্তাবটিতে বলা হয়, ‘ভারত সরকারকে এই মর্মে সতর্ক করা হচ্ছে যে সেখানকার ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ধর্মীয় অসহিষ্ণুতা এবং মুসলিমদের প্রতি বৈষম্যের জন্ম দিচ্ছে।’

সর্বশেষ খবর