বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেরকেলের পর জার্মানিতে কে?

মেরকেলের পর জার্মানিতে কে?

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হয়ে অ্যাঙ্গেলা মেরকেল তার উত্তরসূরি হিসেবে যাকে তুলে ধরেছিলেন,

সেই আনেগ্রেট কাম্প-কারেনবাউয়ার সোমবার হাল ছেড়ে দিয়েছেন। মেরকেল ক্ষমতায় আছেনও আর সাকল্যে বছরখানেক। ফলে দলের নেতা ও সম্ভাব্য ভবিষ্যৎ চ্যান্সেলর কে হবেন, সে প্রশ্ন আবার সামনে চলে এসেছে। জার্মানির রাজনীতির উত্তাল সময়ে সবচেয়ে বড় দলের মধ্যে এ সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে। সিডিইউ দলে অন্তঃকলহ ও নেতৃত্বের শূন্যতা জার্মানির দলীয় রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে।

সর্বশেষ খবর