সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

স্যান্ডার্সের পথ প্রশস্ত হচ্ছে

স্যান্ডার্সের পথ প্রশস্ত হচ্ছে

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে ডেমোক্রেট দলের এগিয়ে থাকা প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন বার্নি স্যান্ডার্স। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় বাছাইপর্বে নেভাডা অঙ্গরাজ্যের ককাসে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ভারমন্টের সিনেটর নেভাডা ককাসে ৪৬ শতাংশ ভোট পান। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, ২২ শতাংশ পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আর তৃতীয় হয়েছেন পিট বুটিগিয়েগ। এদিকে ককাসে স্যান্ডার্সের জয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী এলিজাবেথ ওয়ারেন। যিনি চতুর্থ হয়েছেন। এদিকে নিউ হ্যাম্পশায়ার ও নেভাডার মতো শেতাঙ্গ আধিপত্যবাদী রাজ্যগুলোতে বার্নি স্যান্ডার্সের জয় অবাক করেছে বিশ্লেষকদের। তবে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে তাকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। শনিবারের আগে স্যান্ডার্সের ঝুলিতে ২১ জন ডেলিগেট ছিল, দলের প্রার্থী হতে তার প্রয়োজন হবে ১৯৯০ জন ডেলিগেটের সমর্থন; সেই পথ অনেকটা দূর হলেও নেভাডায় জয় পাওয়ায় সেদিকে আরও একটু এগিয়ে গেলেন স্যান্ডার্স।

 

সর্বশেষ খবর