বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

একদিন বাদেই চীনে উল্টো চিত্র দুজনের মৃত্যু

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যানুসারে দেশটিতে গত ডিসেম্বরের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সোমবার প্রথমবার সেখানে ভাইরাসে কারও মৃত্যু হয়নি। অথচ ২৪ ঘণ্টা বাদেই মঙ্গলবার দেশটিতে আরও দুজনের প্রাণ গেছে। নতুন করে আরও ৬২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। অবশ্য নতুন আক্রান্তের তিনটি ছাড়া বাকি সবই আমদানিকৃত অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা দেশটিতে প্রবেশ করেছেন তাদের মাঝে শনাক্ত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। চীনে নতুন দুটি প্রাণহানির একটি হয়েছে সাংহাইয়ে অপরটি ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে। স্বাস্থ্য কমিশনের তথ্যানুযায়ী, চীনে এখন পর্যন্ত ৮১ হাজার ৮০২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩,৩৩৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ২৭৯ জন।এ ছাড়া দেশটিতে ১৩৭ জন উপসর্গহীন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০২টিই আমদানিকৃত ঘটনা। এ নিয়ে দেশটিতে সর্বমোট ১,০৯৫ জন উপসর্গহীন রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলেও স্বাস্থ্য কমিশনের বিবৃতিতে বলা হয়েছে। এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানে গতকাল থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এতে করে দীর্ঘ ৭৬ দিন পর সেখানে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। -সিএনএন

সর্বশেষ খবর