শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

ভারতে করোনা আক্রান্ত শতাধিক নারীর সুস্থ সন্তান প্রসব

ভারতে করোনা আক্রান্ত শতাধিক নারীর সুস্থ সন্তান প্রসব

ভারতে সুস্থ সন্তান প্রসব করেছেন করোনা-আক্রান্ত শতাধিক মা।   মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে গত মাসে করোনা আক্রান্ত মায়েদের গর্ভ থেকেই সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে ১১৫ শিশু। এর মধ্যে তিনজন শিশুর করোনা শনাক্ত হয়। এ ছাড়া ওই হাসপাতালে করোনা আক্রান্ত দুজন গর্ভবতী নারীও মারা যান। এর মধ্যে একজনের মৃত্যু হয় সন্তান জন্ম দেওয়ার আগেই। খবর বিবিসি।

মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮৪০ জনেরও বেশি মানুষ। আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারীরাও। লোকমান্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে করোনার সংক্রমণ নিয়ে সন্তান প্রসবকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মায়ের সি-সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে। আর বাকিরা প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। গত মাসে হাসপাতালে জন্ম নেওয়া ১১৫ শিশুর মধ্যে ৫৬ জন ছেলে ও ৫৯ জন মেয়ে। আক্রান্ত মায়েদের মধ্যে ২২ জনকে অন্য হাসপাতাল থেকে লোকমান্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আক্রান্ত প্রসূতি মায়েদের বেশিরভাগের ক্ষেত্রেই তাদের সংক্রমণের উৎস জানা যায়নি। তারা বাড়িতে না বাইরে না হাসপাতাল ওয়ার্ডে সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়। ৪০ শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ডে করোনা আক্রান্ত মায়েদের সেবা দিয়ে যাচ্ছেন ৬৫ জন চিকিৎসক ও ২৪ জন নার্স। আক্রান্ত গর্ভবতী রোগীদের জন্য আরও ৩৪টি শয্যা বাড়ানোর পরিকল্পনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর