শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক তেহরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করার পর দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। তিনি মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে দেখতে চান  যেখানে দুপক্ষ একটি ব্যাপকভিত্তিক সমঝোতায় পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত এক বছরে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য এরকম বহুবার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এমন সময় এ আগ্রহ দেখাচ্ছেন যখন আমেরিকার সঙ্গে এর আগের আলোচনায় অর্জিত পরমাণু সমঝোতা থেকে তারাই বেরিয়ে গেছেন।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে  তেহরানের ওপর একতরফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

সর্বশেষ খবর