শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

নিজ শহরে পোড়ানো হলো মেলানিয়ার ভাস্কর্য

নিজ শহরে পোড়ানো হলো মেলানিয়ার ভাস্কর্য

স্লোভেনিয়ায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি কি¤ভূতকিমাকার ভাস্কর্য পুড়িয়ে দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে। মেলানিয়া স্লোভেনিয়ার যে শহরে বেড়ে উঠেছিলেন, তার কাছেই কাঠের ওই ভাস্কর্যটি বসিয়েছিলেন মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি।

তিনি জানান, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনেই ভাস্কর্যটিতে আগুন দেওয়া হয়েছিল। কে বা কারা এটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। পর দিন ডাউনি নিজেই পুড়ে যাওয়া ভাস্কর্যটি সরিয়ে নেন বলে বিবিসি জানিয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে স্লোভেনিয়ার পুলিশ। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাছের কা-ের ওপর খোদাই করা মেলানিয়ার এ অদ্ভূত ভাস্কর্যটি বসানো হয়েছিল সেভনিচার উপকণ্ঠে; স্লোভেনিয়ার এ শহরেই শৈশব ও কৈশোর কেটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়ার। ভাস্কর্যটিতে মেলানিয়ার পরনে ছিল নীল রঙের কোট; একই রকমের একটি কোট পরেই ২০১৭ সালে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই মাসে স্থাপিত মেলানিয়ার এ কাঠের ভাস্কর্যটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর