শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

এবার অর্থনীতি বাঁচাতে ব্রিটিশ চ্যান্সেলরের নতুন পরিকল্পনা

যুক্তরাজ্য প্রতিনিধি

মহামারী করোনাভাইরাসে যুক্তরাজ্যের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে যাচ্ছে। এমনটা আভাস আগেই দিয়েছিলেন দেশটির চ্যান্সেলর ঋষি সুনাক। তবে এ দুঃসময় কাটিয়ে উঠতে এবার নতুন পরিকল্পনা প্রকাশ করলেন ব্রিটিশ চ্যান্সেলর। যদিও অর্থনীতির চাকা সচল রাখতে মহামারী শুরুর পর থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পর অর্থনীতির গতি ফিরিয়ে আনতে এবং মানুষের চাকরি বাঁচাতে বুধবার নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ঋষি সুনাক। হাউজ অব কমন্সে এদিন নতুন পরিকল্পনা উপস্থাপন কালে নতুন এ পরিকল্পনার আওতায় হসপিটালিটি খাতে ভ্যাট কর্তন এবং বেকারত্ব ঘুচাতে ৩০ বিলিয়ন পাউন্ড বরাদ্দ ঘোষণার কথা জানান চ্যান্সেলর। এ সময় তিনি জানান, অক্টোবরে ফারলো প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পর যেসব ব্যবসাপ্রতিষ্ঠান তিন মাস তাদের কর্মীদের কাজে রাখবে, প্রত্যক কর্মীর জন্য সরকার ওই সব ব্যবসাপ্রতিষ্ঠানকে এক হাজার পাউন্ড বোনাস প্রদান করবে। এ ছাড়া আগস্টে যারা বাইরে খেতে যাবেন তাদের জন্য ৫০ শতাংশ ছাড়ের একটি প্রকল্পও ঘোষণা করেন ঋষি সুনাক।

সর্বশেষ খবর