বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু হলো

ভারতের অযোধ্যায় যেখানে প্রায় ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদ ছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত, সেই জায়গায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রামমন্দির নির্মাণের সূচনা করেছেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মোদি ভাষণ শুরু করেন রামায়ণের একটি পঙক্তি উদ্ধৃত করে। তিনি বলেন, ‘ভগবান রামের কাজ না করলে আমার শান্তি কিসে হবে?’ রামচন্দ্রকে ভারতীয় সংস্কৃতির আধার বলেও উল্লেখ করেন তিনি। ভাষণের আগে ভূমিপূজা করে তিনি প্রস্তাবিত মন্দিরটির গর্ভগৃহ যেখানে তৈরি হবে, সেখানে একটি রুপার ইট রাখেন। প্রধানমন্ত্রী হওয়ার পর গতকালই নরেন্দ্র মোদি প্রথম অযোধ্যায় গেলেন। সেখানে পৌঁছে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করেন। মোদি ছাড়া ভূমিপূজার কাছাকাছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ কয়েকজন হাজির ছিলেন। তবে বাবরি মসজিদ ধ্বংসের সময় রামমন্দির আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন, সেই লালকৃষ্ণ আদভানি বা মুরলি মনোহর যোশী অথবা উমা ভারতীরা অযোধ্যায় যাননি। আমন্ত্রণ পায়নি রামমন্দির আন্দোলনের আরেক শরিক মহারাষ্ট্রের শিবসেনা দলও।

সর্বশেষ খবর