বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’

লেবাননের ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়াদের একজন বৈরুতের বাসিন্দা নাদা হামজা। বৈরুতের এ বাসিন্দা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিস্ফোরণ থেকে সৌভাগ্যক্রমে নিজের বেঁচে যাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঘটনার ভয়াবহতার কথা বর্ণনা করতে গিয়ে হামজা বলেছেন, বৈদ্যুতিক স্থাপনার কয়েক মিটার দূরে ছিলেন তিনি। স্থাপনাটি বৈরুত বন্দরের সঙ্গেই। বিস্ফোরণের ভয়াবহতায় গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। দৌড়াতে শুরু করেন পাগলের মতো। একটি ভবনের নিচে আশ্রয় নেন। সৌভাগ্যবান হামজা আরও বলেন, ‘...পরে দেখলাম ভবনটি ধ্বংস হয়ে গেছে। বাবা-মাকে ফোন করার চেষ্টা করলাম। কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছিলাম না। বিশ্বাস হচ্ছে না, এখনো বেঁচে আছি।’

সর্বশেষ খবর